• 10.00am - 5.00pm Mon - Sat
  • 7.30am - 12.00pm Mon - Sat (Summer Hours)
  • +91-8584866219
  • E-mail : mbmacademy19@gmail.com
css
about
মর্জিনা বেগম

মর্জিনা বেগমের জন্ম ১৯২৭ সালে। তিনি ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানার রাজারহাট এলাকার স্বাধীনতা সংগ্রামী ইয়াকুব আলীর সহধর্মীনি। ইয়াকুব আলী শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, ছিলেন সমাজসেবী এবং শিক্ষাব্রতীও। ধর্ম প্রিয় মানুষ হলেও মুসলিম লীগের আদর্শকে গ্রহণ করেননি । জাতীয় কংগ্রেসের আদর্শে দীক্ষিত হয়ে মানব কল্যাণের কাজে ব্রতী থেকেছেন। ভূদান আন্দোলনের নেতা আচার্য বিনোবা ভাবে তার বাড়িতে এসেছিলেন। ডানপন্থী মানুষ হয়েও তেভাগা আন্দোলনের বামনেতা কংসারি হালদার কে আশ্রয় দিয়ে আত্মগোপন করে থাকতে সহযোগিতা করেছিলেন। মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন এর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল। অভিজাত পরিবারের সন্তান হয়ে এবং সমাজের উচ্চ স্তরের মানুষজনের সঙ্গে সুসম্পর্ক থাকার পরও তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা মানুষ। এলাকার দরিদ্র মানুষদের অকাতরে সাহায্য করতেন। অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা উস্থি থানা এলাকার বিভিন্ন গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রেখেছিলেন।

রাজারহাট হাই মাদ্রাসা গুলশান স্কুল, হায়াৎ নগর এফ. পি স্কুল, গঙ্গারামপুর এফ. পি স্কুল , মাদ্রাসা আশরাফুল উলুম - এরকম একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে গড়ে তুলেছিলেন। ইয়াকুব আলী নিবেদিতপ্রাণ হয়ে সমাজের নানা কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখতে পেরেছিলেন তার সুযোগ্য সহধর্মিনী মর্জিনা বেগমের আন্তরিক সহযোগিতার ফলে। তিন পুত্র ও দুই কন্যাকে সুষ্ঠুভাবে প্রতিপালন এবং সংসার পরিচালনার দায়ভার থেকে মুক্তি দিয়ে মহীয়সী মর্জিনা বেগম স্বামী ইয়াকুব আলী কে সমাজের কাজ করতে নিরবে সবার অলক্ষ্যে মদদ যুগিয়েছিলেন। তার স্বামী একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান করে শিক্ষার প্রসারে যে আলোক মশাল জ্বেলে ছিলেন, পরবর্তীতে সেই আলোর মশাল বয়ে নিয়ে চলেছেন তাদের আদর্শের দীক্ষিত সন্তান শিক্ষাব্রতী ড. আব্দুর রব। ইয়াকুব আলী ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, তাদের পুত্র আব্দুর রব গড়ে তুলেছেন বিশাল এক শিক্ষানগরী - এসবের পেছনে মর্জিনা বেগমের পরোক্ষ প্রভাব সুগভীর। সমাজ দরদী মর্জিনা বেগম প্রয়াত হন ০৪.১০.১৯৯৮ তাঁর স্মৃতিতে ডঃ আব্দুর রব গড়ে তুলেছেন এম.বি মেমোরিয়াল একাডেমী।

চেয়ারম্যান / সম্পাদকের কথা

teacher

ড. আব্দুর রব

দক্ষিণ 2৪ পরগনা জেলার উস্তি থানা রাজারহাট এলাকায় আমরা শিক্ষা নগরী গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। ইতিমধ্যে চালু হয়েছে ইয়াকুব আলী বি.এড d.el.ed কলেজ, ইংরেজি মাধ্যম দিল্লী পাবলিক হাই স্কুল নলেজ সিটি। এ.আর ল কলেজ, ফার্মাসি কলেজ শুরুর পথে মেডিকেল কলেজ চালুর লক্ষ্যে বিল্ডিং নির্মাণের কাজ পুরোদমে চলছে ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এর আদলে শিক্ষাকে কেন্দ্রে রেখে উপনগরী গড়ে তোলার নজির পশ্চিমবঙ্গে দ্বিতীয়টি নেই।

পেশামুখী এবং আধুনিক সময়ের যুগোপযোগী নানা শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি স্থানীয় নিম্নবিত্ত ও কম পড়াশোনা জানা পরিবারের ছেলেমেয়েরা আমাদের শিক্ষা বিস্তারের কাজের বাইরে থেকে যাচ্ছে ।আমার প্রিয় স্বাধীনতা সংগ্রামী পিতা ইয়াকুব আলী প্রচেষ্টা চালিয়েছেন স্থানীয় ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য। পিতার শিক্ষা বিকাশের কাজে অন্তরালে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমার মা মর্জিনা বেগম ।আমরা সিদ্ধান্ত নিই আমাদের মায়ের স্মৃতিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার। এই শিক্ষা প্রতিষ্ঠানটি হবে এমন যেখানে খুব সামান্য বেতন দিয়ে ছেলেমেয়েরা পড়ার সুযোগ পাবে।

নিম্নবিত্ত পরিবারের অভিভাবকদের ঝোঁক এখনো ছেলেমেয়েদের বাংলা মাধ্যমে পড়ানোর দিকে। তাই বিদ্যালয়টি বাংলা মাধ্যম করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ইংরেজিও যেন খুব ভালো করে শিখতে পারে সেদিকে আমাদের সদা সচেষ্ট থাকার প্রয়াস নেওয়া হবে ঠিক হয়। এই ভাবনা মোতাবেক আমরা ৬ ই এপ্রিল ২০২০ সাল থেকে শুরু করেছি মর্জিনা বেগম মেমোরিয়াল একাডেমী। এম.বি. মেমোরিয়াল একাডেমী চালু হওয়ার ফলে আমাদের এলাকার বেশ কয়েকটি গ্রামের বিশেষ করে, হায়াৎনগর- রাজারহাট, অযোধ্যানগর , দেউলী সুলতানপুর, গঙ্গারামপুর,চকজাইদি গ্রামের ছেলেমেয়েরা বিশেষভাবে উপকৃত হবে ।প্রথম বছর থেকেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি ।নামমাত্র বেতনে পড়ার সুযোগ থাকায় প্রথম বছরেই প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে পথ চলা শুরু করার নজির তৈরি হয়েছে । এম.বি. মেমোরিয়াল একাডেমী আপাতত পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত চালু হলেও ধাপে ধাপে তা উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হবে।

ছেলেমেয়েদের পড়াশোনার পরিবেশ দিতে আবাসিক ব্যবস্থা চালু করার ভাবনা ও আছে। গুণগত উন্নতমানের শিক্ষাপেয়ে সমাজের নিম্নবর্গের ছেলেমেয়েরাও যাতে মাথা তুলে বাঁচার সুযোগ পায় সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা । সমাজের সর্বস্তরের ছেলেমেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে প্রতিষ্ঠিত হোক, গড়ে উঠুক বৈষম্যহীন সমাজ । আমাদের সকলের প্রচেষ্টায় এই স্বপ্ন সার্থক হোক, গড়ে উঠুক এই সুন্দর পৃথিবী।

It’s Perfect Time to Enroll

How to Enroll Your Chilld to A Class?


M.B MEMORIAL ACADEMY

Sl. Name Subject Qualifications
1 MEHBUBA BEGUM BENGALI M.A,B.Ed,M.Ed
2 PRIYANKA GHORUI HISTORY M.A,B.Ed
3 SYEDA AYESHA ANSERI SARKAR BENGALI B.A
4 CHANDRIMA BARIK BENGALI,HIST,YOGA M.A,D.El.Ed
5 MOUMITA SARDAR HISTORY B.A,B.Ed
6 AMANULLA SK MATH B.Sc,B.Ed
7 SOUMYADEEP BAKSHI HISTORY M.A,B.Ed
8 LISA MONDAL HISTORY B.A
9 RITUPARNA BHOWMICK GEOGRAPHY B.Sc,M.A,B.Ed
10 MANDIRA PATRA SCIENCE B.Sc,D.El.Ed
11 RESHMI PARUI ENGLISH M.A,B.Ed
12 SOMA MONDAL LIBRARIAN M.A,B.Lis,M.Lis
13 MOUSUMI CHATTARJEE OFFICE STAFF M.A
14 SK HABIBUR ISLAM STAFF H.S
contact
Class Sessions
  • Monday - Saturday
  • 10.00 am – 5.00 pm
  • 7.30 am – 12.00 pm (Summer Hours)
contact
School Address
  • Knowledge City Kolkata Vill-Hayat Nagar Rajarhat,Madrasha Thess,Indian Oil Petrol Pump PO Shirakole,PS Usthi,D.H Road,South 24 Pgs West Bengal -743513.
contact
Openning Hours
  • Monday - Saturday
  • 10.00 am – 5.00 pm
  • 7.30 am – 12.00 pm (Summer Hours)