দক্ষিণ 2৪ পরগনা জেলার উস্তি থানা রাজারহাট এলাকায় আমরা শিক্ষা নগরী গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। ইতিমধ্যে চালু হয়েছে ইয়াকুব আলী বি.এড d.el.ed কলেজ, ইংরেজি মাধ্যম দিল্লী পাবলিক হাই স্কুল নলেজ সিটি। এ.আর ল কলেজ, ফার্মাসি কলেজ শুরুর পথে মেডিকেল কলেজ চালুর লক্ষ্যে বিল্ডিং নির্মাণের কাজ পুরোদমে চলছে ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এর আদলে শিক্ষাকে কেন্দ্রে রেখে উপনগরী গড়ে তোলার নজির পশ্চিমবঙ্গে দ্বিতীয়টি নেই।
পেশামুখী এবং আধুনিক সময়ের যুগোপযোগী নানা শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি স্থানীয় নিম্নবিত্ত ও কম পড়াশোনা জানা পরিবারের ছেলেমেয়েরা আমাদের শিক্ষা বিস্তারের কাজের বাইরে থেকে যাচ্ছে ।আমার প্রিয় স্বাধীনতা সংগ্রামী পিতা ইয়াকুব আলী প্রচেষ্টা চালিয়েছেন স্থানীয় ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য। পিতার শিক্ষা বিকাশের কাজে অন্তরালে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমার মা মর্জিনা বেগম ।আমরা সিদ্ধান্ত নিই আমাদের মায়ের স্মৃতিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার। এই শিক্ষা প্রতিষ্ঠানটি হবে এমন যেখানে খুব সামান্য বেতন দিয়ে ছেলেমেয়েরা পড়ার সুযোগ পাবে।