• 10.00am - 5.00pm Mon - Sat
  • 7.30am - 12.00pm Mon - Sat (Summer Hours)
  • +91-8584866219
  • E-mail : mbmacademy19@gmail.com
css
about
মর্জিনা বেগম

মর্জিনা বেগমের জন্ম ১৯২৭ সালে। তিনি ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানার রাজারহাট এলাকার স্বাধীনতা সংগ্রামী ইয়াকুব আলীর সহধর্মীনি। ইয়াকুব আলী শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, ছিলেন সমাজসেবী এবং শিক্ষাব্রতীও। ধর্ম প্রিয় মানুষ হলেও মুসলিম লীগের আদর্শকে গ্রহণ করেননি । জাতীয় কংগ্রেসের আদর্শে দীক্ষিত হয়ে মানব কল্যাণের কাজে ব্রতী থেকেছেন। ভূদান আন্দোলনের নেতা আচার্য বিনোবা ভাবে তার বাড়িতে এসেছিলেন। ডানপন্থী মানুষ হয়েও তেভাগা আন্দোলনের বামনেতা কংসারি হালদার কে আশ্রয় দিয়ে আত্মগোপন করে থাকতে সহযোগিতা করেছিলেন। মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন এর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল। অভিজাত পরিবারের সন্তান হয়ে এবং সমাজের উচ্চ স্তরের মানুষজনের সঙ্গে সুসম্পর্ক থাকার পরও তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা মানুষ। এলাকার দরিদ্র মানুষদের অকাতরে সাহায্য করতেন। অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা উস্থি থানা এলাকার বিভিন্ন গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রেখেছিলেন। রাজারহাট হাই মাদ্রাসা গুলশান স্কুল, হায়াৎ নগর এফ. পি স্কুল, গঙ্গারামপুর এফ. পি স্কুল , মাদ্রাসা আশরাফুল উলুম - এরকম একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে গড়ে তুলেছিলেন।

Meet Our Stuffy

চেয়ারম্যান / সম্পাদকের কথা

teacher

দক্ষিণ 2৪ পরগনা জেলার উস্তি থানা রাজারহাট এলাকায় আমরা শিক্ষা নগরী গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। ইতিমধ্যে চালু হয়েছে ইয়াকুব আলী বি.এড d.el.ed কলেজ, ইংরেজি মাধ্যম দিল্লী পাবলিক হাই স্কুল নলেজ সিটি। এ.আর ল কলেজ, ফার্মাসি কলেজ শুরুর পথে মেডিকেল কলেজ চালুর লক্ষ্যে বিল্ডিং নির্মাণের কাজ পুরোদমে চলছে ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এর আদলে শিক্ষাকে কেন্দ্রে রেখে উপনগরী গড়ে তোলার নজির পশ্চিমবঙ্গে দ্বিতীয়টি নেই।

পেশামুখী এবং আধুনিক সময়ের যুগোপযোগী নানা শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি স্থানীয় নিম্নবিত্ত ও কম পড়াশোনা জানা পরিবারের ছেলেমেয়েরা আমাদের শিক্ষা বিস্তারের কাজের বাইরে থেকে যাচ্ছে ।আমার প্রিয় স্বাধীনতা সংগ্রামী পিতা ইয়াকুব আলী প্রচেষ্টা চালিয়েছেন স্থানীয় ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য। পিতার শিক্ষা বিকাশের কাজে অন্তরালে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমার মা মর্জিনা বেগম ।আমরা সিদ্ধান্ত নিই আমাদের মায়ের স্মৃতিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার।

It’s Perfect Time to Enroll

How to Enroll Your Chilld to A Class?

contact
Class Sessions
  • Monday - Saturday
  • 10.00 am – 5.00 pm
  • 7.30 am – 12.00 pm (Summer Hours)
contact
School Address
  • Knowledge City Kolkata Vill-Hayat Nagar Rajarhat,Madrasha Thess,Indian Oil Petrol Pump PO Shirakole,PS Usthi,D.H Road,South 24 Pgs West Bengal -743513.
contact
Openning Hours
  • Monday - Saturday
  • 10.00 am – 5.00 pm
  • 7.30 am – 12.00 pm (Summer Hours)